দীর্ঘ ৩৩মাস পর সেতুমন্ত্রীর নিজ বাড়িতে আগমন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

৫ মে, ২০২২, ২ years আগে

দীর্ঘ ৩৩মাস পর সেতুমন্ত্রীর নিজ বাড়িতে আগমন

আজ বৃহস্পতিবার ৫ই মে প্রায় দীর্ঘ ৩৩মাস পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ বাড়িত আগমন করেন। দীর্ঘদিন পর মন্ত্রী ওবায়দুল কাদের নিজ এলাকায় আগমন উপলক্ষে দাগনভূঞা হতে শুরু করে কোম্পানীগঞ্জ পর্যন্ত শত শত গেট তোরণ নির্মাণ করা হয়, এবং পোস্টার-ফেস্টুনে সাজিয়ে দেওয়া হয় পুরো কোম্পানীগঞ্জ উপজেলা।

নোয়াখালীতে ওবায়দুল কাদের এর আগমন উপলক্ষ্যে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেন। এ সময় মন্ত্রীকে ক্রেস্ট প্রদান করেন তার ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মানিত আহ্বায়ক সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খাইরুল আনম চৌধুরী। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার এমপি আয়েশা আলী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন, সাবেক এমপি মোহাম্মদ আলী, ফেনীর এমপি নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার এবিএম জাফরুল্লাহ, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

উপস্থিত ছিলেন, আ'লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম , নোয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাহ খান সোহেল, নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ পিন্টু। আওয়ামী লীগ নেতা সেলিম, কবিরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান আলাবক্স তাহের টিটু, আওয়ামী লীগ নেতা রেজাউল হক শাহীন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ সহ বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক এবং কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগন।

পত্রিকা একাত্তর /আবু সাঈদ শাকিল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news