পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গৌরীপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর

২৫ জুন, ২০২২, ২ years আগে

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গৌরীপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী

আমার টাকায় আমার সেতু’ স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা পাবলিক হলে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করা হয়। মূল অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও হাসান মারুফের সভাপতিত্ব বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমিক) মোসা. নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, রামগোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোক্তাদির শাহীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ।

পত্রিকাএকাত্তর /হুমায়ুন কবির

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news