পদ্মা সেতু উদ্বেধনে দিনাজপুরে রেলী

জেলা প্রতিনিধি, দিনাজপুর

২৫ জুন, ২০২২, ২ years আগে

পদ্মা সেতু উদ্বেধনে দিনাজপুরে রেলী

পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের আনন্দ ভাগাভাগি করতে দিনাজপুর রেলী এবং আলোচনা সভাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মূল উদ্বোধনি অনুষ্ঠানের সময়ের সাথে মিল রেখে সকাল থেকে দিনাজপুরের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশ লাইন থেকে বাদ্য-বাজনা শহরের রেলী বের করেন পুলিশ বাহিনীর সদস্যরা।

এছাড়াও আনন্দ রেলি বের করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গোর এ শহীদ বড় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ছাড়াও পৃথক ভাবে বেলুন উড়িয়ে উৎসব অংশ নেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়ে। সকালে রেলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ছাড়াও নানান কর্মসূচিতে অংশ নেন শিক্ষক শিক্ষার্থীসহ কর্মকর্তা কর্মচারিরা।

পত্রিকাএকাত্তর /আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news