গৌরীপুরে ভূমিহীনদের ঘর প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর

১৯ জুলাই, ২০২২, ২ years আগে

গৌরীপুরে ভূমিহীনদের ঘর প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং

মুজিবশত বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ে (ক শ্রেনীর) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে অফিসার্স ক্লাবে তৃতীয় পর্যায়ে ২য় ধাপে ৭ টি ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন করে ঘর প্রদান করা হবে। ‘আগামী ২১ জুলাই সকাল ১০টায় প্রধানমন্ত্রী এসব ঘর আনুষ্ঠানিক ভাবে সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদান করবেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারী কমিশনার (ভূমি) নিকাত আরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সালাহউদ্দিন সোহেল, উপজেলা সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারন সম্পাদক ফারুখ আহাম্মদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পত্রিকাএকাত্তর /হুমায়ুন কবির

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news