ডোমারে ট্রেনের টিকেট কালোবাজারিদের দৌরাত্ম্যের প্রতিবাদে ঢাবিতে অবস্থান কর্মসূচি

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২১ জুলাই, ২০২২, ২ years আগে

ডোমারে ট্রেনের টিকেট কালোবাজারিদের দৌরাত্ম্যের প্রতিবাদে ঢাবিতে অবস্থান কর্মসূচি

বাংলাদেশ রেলওয়ের অনিয়ম, দুর্নীতি, অবস্থাপনার প্রতিবাদে কমলাপুর রেলস্টেশনে কয়েকদিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করা ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনি’র ছয়দফা দাবীর প্রতি সমর্থন এবং নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট কালোবাজারিদের দৌরাত্ম্যের প্রতিবাদে ঢাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১শে জুলাই) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে অবস্থিত সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন ডোমারের সন্তান ঢাবির ৪ শিক্ষার্থী। সেখানে তারা নিজ উপজেলা ডোমার রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারিদের উৎখাত করার আহ্বান জানান এবং সমগ্র দেশে রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগের শিক্ষার্থী মো. রনি সরকার, নাফিজ আহমেদ, দর্শন বিভাগের শিক্ষার্থী সম্রাট ইসলাম এবং সংস্কৃত বিভাগের শিক্ষার্থী বিধান চন্দ্র ও উজ্জ্বল রায় প্রমুখ।​​​​​​

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ঢাবি শিক্ষার্থীরা জানান, ঈদে ফিরতি টিকেটের জন্য আগের রাতে স্টেশনে গিয়ে অবস্থান নিতে হয়েছে। সেখানে কালোবাজারিদের সিন্ডিকেট টিকেট প্রত্যাশীদের সিরিয়াল করে। সেদিন আমরা ৪ শিক্ষার্থী প্রতিবাদ করে নিজেরা সিরিয়াল করে টিকেট নিয়েছি। এমন তিক্ত অভিজ্ঞতা এখন নিয়মিত প্রায় সবারই হচ্ছে। আমরা রেলওয়ের অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শিক্ষার্থীরা আরও বলেন,মহিউদ্দিন রনি ভাইয়ের যৌক্তিক ৬ দফা দাবির দ্রুত সমাধান করতে হবে। টিকিট কালোবাজারিদের চিহ্নিত করতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ছোট-বড় প্রতিটি রেলস্টেশন সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। জনসাধারণের দুর্ভোগ কমাতে চিলাহাটি থেকে ঢাকাগামী আরেকটি ট্রেন বরাদ্দের ব্যবস্থা করতে হবে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news