বাগেরহাটে ৫০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্পের মানুষের সাথে কথা বলেন।
অনুষ্ঠানে পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী ও বাগেরহাট ও বাগেরহাট ৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার, বাগেরহাট ৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
দুই রুমের পাকা টিনসেডের প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা। বাগেরহাটে এবার তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে স্বাভাবিক জীবনে ফিরে আসা সুন্দরবনের আত্মসমর্পনকৃত ১৩ জন বনদস্যুকেও এই ঘর প্রদান করা হয়েছে।
পত্রিকাএকাত্তর /আবু তালেব