সুন্দরগঞ্জে শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী পালিত

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

৫ আগস্ট, ২০২২, ২ years আগে

সুন্দরগঞ্জে শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী পালিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযোদ্ধা সংগঠক ও বিশিষ্ট ক্রিড়া সংগঠক, আবাহনীর প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল, উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, বৃক্ষ রোপন ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সহকারি কমিশনার ভুমি মাহমুদ আল হাসান, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান।

উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ফজলুর করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা মৎস্য অফিসার তারিকুল সাবু, উপজেলা জনস্বাস্থ্য অফিসার খোকন রানা, থানা তদন্ত ওসি এমএ আজিজ, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পত্রিকাএকাত্তর / হযরত বেল্লাল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news