দেশে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্দ্ধগতি ও সীমাহীন দূর্নিতির প্রতিবাদে বাগেরহাট জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার (২ মার্চ) দুপুরে সদর থানার মোড়ে বিএনপি কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
বাগেরহাট জেলা বিএনপি'র আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহ সম্পাদক আনোয়ার হোসেন রয়েল, বাগেরহাট জেলা বিএনপি'র সদস্য-সচিব মোজাফফর রহমান আলম, কেন্দ্রিয় কমিটির সদস্য সেখ মুজিবুর রহমান,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, রামপাল মংলা জনগন এর অন্যতম নেতাবাগেরহাট বিএনপি'র যুগ্ন আহবায়ক লায়ন ডাক্তার মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে একশতটি গাড়ির বহর নিয়ে সমাবেশে উপস্থিত হয়. এসময় উপস্থিত ছিলেন সৈয়দ নাসির আহমেদ মালেক, ফরাজী মনিরুল ইসলাম, মোংলা পৌর সভার সাবেক মেয়র শেখ জুলফিকার আলী, শেখ হাফিজুর রহমান তুহিন, আব্দুল হালিম খোকন, জেলা যুবদলের সভাপতি হারুন আল রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা এবং কেন্দ্রীয় দলের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতারা।
বক্তারা বলেন, দেশে কোনো নিয়ম নীতি নেই। বিনা কারনে প্রতিদিন কোন না কোন পন্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। সরকারের সীমাহীন দূর্নীতি ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনজীবন দূর্বিষহ হয়ে উঠেছে। শেখ হাসিনার স্বৈরাচারি আচারণে দেশ থেকে গনতন্ত্র বিদায় নিয়েছে। এভাবে দেশ চলতে পারে না। নিত্য প্রয়োজনীয় পন্যের দাম না কমালে আরও বড় আন্দোলনের মাধ্যমে সরকারের পত ঘটানো হবে। এজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
পত্রিকা একাত্তর/ শেখ আবু তালেব