ডোমারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৭ মার্চ, ২০২২, ৩ years আগে

ডোমারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

“দীপ্ত শপথে অঙ্গীকার, রুখতে হবে স্বৈরাচার’’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্রব্য সামগ্রীর মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলা, পৌর ও সরকারী কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ই মার্চ) বিকাল ৪টায় ডোমার উপজেলা, পৌর, ডোমার সরকারী কলেজ, চিলাহাটি সরকারী কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী ডোমার বাজার বাটারমোড়েবিক্ষোভসমাবেশেমিলিতহয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ডোমার উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মামুনুর রশিদ বসুনিয়া সজিব। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম।

ডোমার উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. মজিদুল ইসলামের সঞ্চালনায় আরওবক্তব্যরাখেন—ডোমার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান সজিব, নীলফামারী জেলা ছাত্রদলের সদস্য লিখন ইসলাম,ডোমার সরকারী কলেজ শাখার আহ্বায়ক সামিউল আরেফিন হৃদয়, যুগ্ম-আহ্বায়ক ফাহিম ইসলাম, সাবেক ছাত্রনেতা ও ডোমার উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুর আলম রিমুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাহিমুজ্জামান রুপক, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাসেল আহমেদ শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক পিকে প্লাবন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ডোমার উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মামুনুর রশিদ বসুনিয়া সজিব বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যের যে ঊর্ধ্বগতি এতে করে গরিব মানুষের বেঁচে থাকা অনেকটা দুঃস্কর হয়ে পড়েছে। আজকে সরকার সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে একদম নিশ্চিন্তে দেশ চালাচ্ছে। এমতবস্থায় ছাত্রদল, যুবদল ও বিএনপিকে সাধারন জনগনের পাশে দাঁড়াতে হবে এবং সামনের দিনে জনগণের সরকারকে ক্ষমতায় আনতে হবে।

সভাপতির বক্তব্যে ডোমার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম বলেন, সরকার ১০ টাকায় চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর বর্তমানে জনগনকে ৬০ টাকার বেশি দামে চাল কিনে খেতে হচ্ছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে না আনলে ছাত্রদল সাধারন জনগণকে সাথে নিয়ে আরোও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news