দিনাজপুরে শহর যুবলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। গতকাল রাতে শহরের বাসুনিয়াপট্টিস্থ শহর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শহরের ১২ টি ওয়ার্ডের যুবলীগ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় হুইপ বলেন, বিভিন্ন সময়ে অরাজকতা সৃষ্টিকারী সকল অপশক্তিকে রুখে দিতে যুবলীগের নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়নকে কেউ যাতে বাধাগ্রস্থ করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে।
মতবিনিময় সভায় শহর যুবলীগের সভাপতি মো. আশরাফুল আলম রমজানের সভাপতিত্বে ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ ওয়ার্ড ও মহল্লা যুবলীগের সকল নেতাকর্মীরা।
পত্রিকা একাত্তর /মোঃ আরমান হোসেন