বুধবার ০১ জুন, ২০২২ ইং রাত ০৮:২৪ মিনিটের সময় ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTEX) শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।
আংশিক কমিটিতে তারিকুল ইসলাম টিপুকে সভাপতি এবং মোঃ আব্দুল্লাহ জয়কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির আংশিক কমিটিতে আরো যারা রয়েছেন
সহ - সভাপতিঃ মুহাম্মদ জহিরুল ইসলাম, সহ - সভাপতিঃ আহসান আল জাবির, সহ - সভাপতিঃ মোঃ আশরাফুল আলম অশ্রু, সহ - সভাপতিঃ দিপ্ত সুর, সহ - সভাপতিঃ সুজন লস্কর, সহ - সভাপতিঃ মেহেদী হাসান পিয়াস, সহ - সভাপতিঃ মোঃ আসিফুর রহমান, সহ - সভাপতিঃ মোঃ জাকির হোসেন, সহ - সভাপতিঃ মোঃ বশির আহামেদ, সহ - সভাপতিঃ প্রসেনজিৎ সেন, সহ - সভাপতিঃ জোয়ারদার রাগীব জুনায়েদ, সহ - সভাপতিঃ আসিফ করিম হিমু, সহ - সভাপতিঃ মাকসুদুর রহমান শাফী, যুগ্ম - সাধারন সম্পাদকঃ মিরাজুল ইসলাম মিরান, যুগ্ম - সাধারন সম্পাদকঃ মোঃ আসাদুজ্জামান আকাশ, যুগ্ম - সাধারন সম্পাদকঃ রিফাত মাহমুদ কাব্বি, যুগ্ম - সাধারন সম্পাদকঃ মোঃ ছায়েদুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদকঃ মোঃ জাহিদ হাসান জয়, সাংগঠনিক সম্পাদকঃ রোকনুজ্জামান খান রকি, সাংগঠনিক সম্পাদকঃ এ.এস.এম নাঈম, সাংগঠনিক সম্পাদকঃ রিদওয়ান রাকিব,কেন্দ্রীয় কমিটির সদস্য লিংকন আজাদ, আবির হাসান প্রিন্স, এবং রাহিমুল করিম সাকিব।
পত্রিকা একাত্তর /আল-আমিন