বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের নীলফামারীর ডোমার উপজেলা শাখার ২৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে প্রকৌশলী সৈয়দ নুরনবী হোসেন নয়ন ও সদস্য সচিব হিসেবে যুবরাজ হোসেন রাজ কে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (১৩ই জুন) বিকালে নীলফামারী জেলা শাখা জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আব্দুর রউফ শাহ ফকির ও সদস্য সচিব মো. হোসেন আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ডোমার উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন—সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পদে মো. আনোয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক পদে জিয়ারুল কবির লিটন, ইলিয়াস হোসেন খোকন, হাসিব ইসলাম, জাহাঙ্গীর আলম কবির, মহিদুল ইসলাম।
এছাড়া সদস্য পদে আজাহারুল ইসলাম রাজা, আশিকুল ইসলাম আশিক, ফরিদুল ইসলাম, রইছুল ইসলাম, আনিছুর রহমান, মাজেদুল ইসলাম, আবু সাঈদ, মমিন ইসলাম, লিয়াকত আলী লিমন, বরকত ইসলাম, ধীরেন্দ্র রায়, মোকছেদুল ইসলাম, শাহিন ইসলাম, আয়ুব আলী, তপু ইসলাম ও নাসিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, আগামী তিন মাসের মধ্যে উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি জেলা শাখার দপ্তর সেলে জমা করার নির্দেশ দিয়েছে নীলফামারী জেলা জাতীয়তাবাদী তাঁতী দল।
পত্রিকা একাত্তর/এআর