পটুয়াখালী, ৭ মে: পটুয়াখালীর মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজে সদ্য ঘোষিত ছাত্রদল কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের পুনর্বাসন করার অভিযোগ উঠেছে। এতে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
গত মঙ্গলবার রাতে, পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ স্বাক্ষরিত কমিটিতে মো. রবিউল ইসলামকে সভাপতি এবং আসিবুল হককে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যবিশিষ্ট কলেজ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ কমিটির নবনির্বাচিত সভাপতি রবিউল ও প্রচার সম্পাদক রাফির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, দুজনই আগে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করতেন। তাদের ছাত্রলীগ সংশ্লিষ্ট পুরোনো ছবি এবং পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
এ বিষয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রাফসান আহম্মেদ রাকিব ফেসবুকে রসিকতার ছলে রাফিকে উদ্দেশ্য করে লিখেছেন, “মজার ব্যাপার হলো, একজন ছোট ভাই ছাত্রলীগে যে পোস্টে ছিল, ছাত্রদলেও সেই পোস্টেই আছে—শুধু ছাত্রলীগের জায়গায় ছাত্রদল এ্যাড হইছে। যাই হোক, অভিনন্দন।”
একমাত্র ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা এই কমিটিকে 'আদর্শচ্যুত ও বিতর্কিত' বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং কমিটি বাতিলের দাবি তুলেছেন। তারা মনে করছেন, এতে সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।
তবে ছাত্রদলের একাধিক সাবেক-বর্তমান নেতা জানান, “নতুন কমিটি গঠনে নিয়ম মেনে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে এবং ত্যাগী ও কার্যকর কর্মীদের স্থান দেওয়া হয়েছে।”
এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী বলেন, “মহিপুর কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে আমরা অবগত আছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”