নরসিংদী, ৭ মে: ছাগলের ঘাস কাটা নিয়ে তর্কের জেরে নরসিংদীর বাউশিয়া গ্রামে মোস্তফা মিয়া (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত মোস্তফা মিয়া সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামের বাসিন্দা শুক্কুর মিয়ার ছেলে। বুধবার (৭ মে) দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ রুবেল এবং আলাউদ্দিন নামে দুইজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলের জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে মোস্তফা মিয়ার সঙ্গে পাশের বাড়ির তালিব মিয়ার ছেলেদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে, তালিব মিয়ার ৩-৪ জন ছেলে মোস্তফা মিয়া, তার স্ত্রী ও ছেলেমেয়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে মোস্তফা গুরুতর আহত হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"