১১৯ বস্তা সরকারি চাল জব্দ, ইউনিয়ন বিএনপির নেতা আটক

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৭ মে, ২০২৫, ১৬ ঘন্টা আগে

১১৯ বস্তা সরকারি চাল জব্দ, ইউনিয়ন বিএনপির নেতা আটক

গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত, ১১৯ বস্তা চাল জব্দ!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত সরকারি চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে ১১৯ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় অভিযুক্ত হিসেবে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুল ইসলাম সাবুকে আটক করা হয়।

মঙ্গলবার (৬ মে) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন। গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দলও সহায়তা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাবুল ইসলাম সাবু দীর্ঘদিন ধরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সংগ্রহ করে তা তার ব্যক্তিগত গুদামে মজুত রাখতেন। পরে এসব চাল বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাজারজাত করার পরিকল্পনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন তার গুদামে অভিযান চালায়।

অভিযানে ১১৯ বস্তা সরকারি চাল এবং খালি সরকারি খাদ্য বস্তা উদ্ধার করা হয়। আটক শাহাবুল ইসলাম সাবু বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে, এবং জব্দ করা চাল গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, "অভিযানে জব্দকৃত চালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news