আদালতে পুলিশের সঙ্গে হাজী সেলিমের চিৎকার-চেঁচামেচি

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৫ মে, ২০২৫, ১ week আগে

আদালতে পুলিশের সঙ্গে হাজী সেলিমের চিৎকার-চেঁচামেচি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর শাহবাগ থানার এক মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৫ মে) সকাল ১০টা ১০ মিনিটের দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়, যেখানে অন্যান্য আসামিদের সঙ্গে তাকে কাঠগড়ায় তোলা হয়। এ সময় তার হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়।

কিন্তু কিছুক্ষণ পর, সকাল ১০টা ১৫ মিনিটে এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি হাজী সেলিমের হাত থেকে নিতে গেলে তিনি চিৎকার করে ওঠেন। তার বাকশক্তি হারিয়ে ফেলা হাজী সেলিম তখন পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে চিৎকার করতে থাকেন, তবে পরবর্তীতে আইনজীবীর মধ্যস্থতায় তিনি শান্ত হন।

এরপর মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তার গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এজলাস থেকে হাজী সেলিমকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়ার সময়েও পুলিশ সদস্যদের সঙ্গে ফের চিৎকার-চেঁচামেচিতে লিপ্ত হন তিনি। পরে শান্ত হলে ধীরে ধীরে তাকে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুই হাত পেছন দিক থেকে পিছমোড়া করে বাধা ছিল।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news