চ্যাটজিপিটির কথায় বিবাহবিচ্ছেদের মামলা স্ত্রীর

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

১২ মে, ২০২৫, ৬ ঘন্টা আগে

চ্যাটজিপিটির কথায় বিবাহবিচ্ছেদের মামলা স্ত্রীর

জেনারেটিভ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এখনও আমাদের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলতে পারেনি, তবে এটি ইতোমধ্যে আমাদের ভবিষ্যৎ বদলে দিয়েছে। এর একটি উদাহরণ হল ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি, যার ক্ষমতা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে—এটি ভালো এবং মন্দ, দুই দিকেই স্পষ্ট প্রভাব ফেলছে।

এমনই একটি অবাক করা ঘটনা ঘটেছে গ্রিকে। চ্যাটজিপিটির ভবিষ্যৎবাণীর ওপর ভরসা করে এক নারী বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ১২ বছর সংসার করার পর, সন্দেহ হলে তার স্বামী পরকীয়ায় জড়িয়েছেন কিনা, তা জানার জন্য তিনি চ্যাটজিপিটির সাহায্য নেন। চ্যাটজিপিটিকে তার এবং তার স্বামীর কফি কাপের ছবি দিয়ে বিশ্লেষণ করতে বলেন। এর ভিত্তিতে, চ্যাটজিপিটি তাকে জানায় যে, তার স্বামী একটি কম বয়সী যুবতীর সাথে সম্পর্ক তৈরি করেছে, যাঁর নাম ‘ই’ দিয়ে শুরু হয়। এই তথ্য পাওয়ার পরেই ওই নারী স্বামীকে জানিয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেন।

ভুক্তভোগী স্বামী বলেছেন, "প্রথমে আমি বিষয়টি হালকাভাবে নিয়েছিলাম, তবে পরে দেখলাম আমার স্ত্রী বিষয়টি সিরিয়াসভাবে নিয়েছে। মামলা আদালতে গড়িয়েছে।"

তবে আদালতের আইনজীবীরা জানিয়েছেন, চ্যাটজিপিটির ভবিষ্যৎবাণী আদালতে গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় আদালতও অবাক হয়েছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news