দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মেদ জাকী বলেছেন আমাদের প্রজন্ম সন্তানদের প্রকৃত শিক্ষিত ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়ার বিকল্প নেই।
৫ ফেব্রুয়ারী শনিবার জেলা সরকারি গন গ্রন্থাগার দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুর জেলার সকল বেসরকারী গ্রন্থাগারের সমন্বয়ে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২২ এর বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা সরকারি গন গ্রন্থাগার দিনাজপুর এর সহকারী লাইব্রেরীয়া মোঃ সহিদুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামিউল ফেরদৌস ও বাংলাদেশ বেসরকারী গনগ্রন্থাগার পরিষদ এর সভাপতি মির্জা ওবায়েদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন চিরি নদীর বাতি ঘর গ্রন্থাগারের সভাপতি হাবিবুর রহমান ও ফজলুল রহমান (সাংবাদিক)।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলেয়া বেগম সাধারণ সম্পাদক উত্তোরন সাংস্কৃতিক গোষ্ঠী ও পাঠাগার, শাহনাজ বেগম শিউলি সভানেত্রী হানিফ স্মৃতি গ্রন্থাগার মুন্সি পাড়া, হাসনা হেনা গ্রন্থাগার, দিনাজপুর চাউলিয়াপট্টি গ্রামীন লাইব্রেরী, ডাঃ জহির উদ্দীন পাঠাগার, সুরভী গ্রন্থাগার নেহা গ্রন্থাগার, জ্ঞানের ঘর পাঠাগার, মুসলিম গ্রন্থাগার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট কবি শাহানাজ পারভিন ও মোঃ শাহিন রানা। আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
পত্রিকা একাত্তর/ আরমান হোসেন