পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও দোয়া মাহফিল

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৭ জুন, ২০২২, ২ years আগে

পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও দোয়া মাহফিল

নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রীদের বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ই জুন) উপজেলার পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরনী কান্ত রায়।

এসময় আরও উপস্থিত ছিলেন—পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) সুকুমার রায়, মো. মোজাহারুল ইসলাম, রঞ্জিত কুমার কর্মকার, জাকির হোসেন, আয়বুল ইসলাম, রবিউল ইসলাম, সহকারী শিক্ষিকা লাজুমা বেগম, আতিকা পারভীন প্রমূখ।

অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের ফুল দিয়ে বরণ করার পর বিদায়ী এসএসসি ব্যাচের পরীক্ষাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে। শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news