নবাগত ওসি’র সাথে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৮ আগস্ট, ২০২২, ২ years আগে

নবাগত ওসি’র সাথে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

নীলফামারীর ডোমার থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী’র সাথে ডোমার উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাব-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ই আগস্ট) রাত সাড়ে ৯টায় বাংলাদেশ প্রেসক্লাব, ডোমার উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি নুরকাদের সরকার ইমরান’র নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল ডোমার থানায় নতুন নিয়োগপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ প্রেসক্লাবের ডোমার উপজেলা শাখার সহ-সভাপতি একেএম সুমন রেয়াজী, সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াৎ আমিন (সৈকত), সহ-সাধারণ সম্পাদক সিহাব হাচান শাসন, অর্থ সম্পাদক মো. সাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক বাসুদেব রায় বাসু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজমির রহমান রিশাদ, কার্যকরী সদস্য রুম্মান সরকার প্রমূখ।

এসময় ডোমার থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন, আমি পুলিশকে ডোমারের সাধারণ মানুষের বন্ধু হিসেবে সেবা প্রদানে বদ্ধপরিকর। মাদক, জুয়া, বাল্যবিবাহ সহ বিভিন্ন অপকর্ম রুখতে সবার সহযোগিতা চাই। সবাই মিলে ডোমারের সার্বিক পরিস্থিতি পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ রাখার চেষ্টা করবো।

উল্লেখ্য, গত ১৩ই জুলাই ডোমার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ পান মাহমুদ উন নবী। এর আগে, তিনি নীলফামারী থানায় সততা ও নিষ্ঠার সাথে কর্মরত ছিলেন।

পত্রিকাএকাত্তর /আজমির রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news