গণ-টিকা বাস্তবায়নে চেয়ারম্যানদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, মনিটরিংয়ের কমিটি গঠন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২২ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে

গণ-টিকা বাস্তবায়নে চেয়ারম্যানদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, মনিটরিংয়ের কমিটি গঠন

আগামী ২৬শে ফেব্রুয়ারী সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমার উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে গণ-টিকা প্রদানের লক্ষ্যে ১০টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়েছে। টিকাদান কার্যক্রম মনিটরিংয়ের জন্য পৃথক কমিটিও গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২২শে ফেব্রুয়ারী) সকালে ডোমার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান’র সঞ্চালনায় চেয়ারম্যানদের উদ্দেশ্যে টিকাদান কার্যক্রম বিষয়ক পরিকল্পনা সহ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. হাবিবুর রহমান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন—১নং ভোগডাবুরী ইউপি চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম কালু, ২নং কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যান মো. রশিদুল ইসলাম রোমান, ৩নং গোমনাতি ইউপি চেয়ারম্যান আহম্মেদ ফয়সাল শুভ, ৪নং জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান মো. সাখাওয়াত হাবিব বাবু, ৫নং বামুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মোমিনুর রহমান, ৬নং পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাকিম ভুট্টু, ৭নং বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রিমুন, ৮নং ডোমার সদর ইউপি চেয়ারম্যান মো. মাসুম আহম্মেদ, ৯নং সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, ১০নং হরিণচড়া ইউপি চেয়ারম্যান মো. রাসেল রানা প্রমুখ।

বক্তারা বলেন, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বাদ পড়া নাগরিকদের শতভাগ টিকাদান কার্যক্রমের আওতায় আনতে ব্যাপক প্রচার-প্রচারণা ও সহযোগিতা করতে ইউপি চেয়ারম্যানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকলেই ঐকান্তিক প্রচেষ্টায় করোনা সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম সফল করার আহ্বান রইলো।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news