সারাদেশের ন্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলায় আগামীকাল শনিবার (২৬শে ফেব্রুয়ারী) সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি ইউনিয়নের পুরাতন ৩ ওয়ার্ডে ১২ উর্দ্ধ বয়সের সকল নারী ও পুরুষকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে। যাঁরা এখনো টিকা গ্রহন করেননি তাঁদের সুবিধাজনক স্থানে টিকা গ্রহনের জন্য অনুরোধ করা হচ্ছে।
ডোমার উপজেলা শিল্পকলা একাডেমিতে ১২ উর্দ্ধ বয়সের সকল কিশোর -কিশোরী যারা এখনো প্রথম ডোজ টিকা পায়নি বা লেখাপড়া করে না,তাদের উপস্থিত থেকে টিকা গ্রহনের জন্য আহবান জানানো হচ্ছে।
ডোমার ইউনিয়ন পরিষদ,চিকনমাটি মোড় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ছোটরাউতা প্রধানপাড়া কমিউনিটি ক্লিনিকে ডোমার ইউনিয়ন ও পৌরসভার সকল ১২ উর্দ্ধ বয়সের নারী ও পুরুষকে কোভিড-১৯ টিকা গ্রহনের জন্য আহবান জানানো হচ্ছে।
ডোমার বাজার এলাকায় হাজী বিরিয়ানি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডোমার শাখার সহযোগিতায় একটি অতিরিক্ত ক্যাম্পে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।
২৬ ফেব্রুয়ারির পর আর ১ম ডোজ টিকা দেওয়া হবে না। প্রচার-প্রচারণায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে, স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর আল আমিন রহমান।
পত্রিকা একাত্তর/মোঃ সাইদুল ইসলাম