ডোমারে গণটিকা কার্যক্রম পরিদর্শনে প্রশাসন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৬ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে গণটিকা কার্যক্রম পরিদর্শনে প্রশাসন

করোনাভাইরাস প্রতিরোধে ‘একদিনে এক কোটি’ টিকা প্রদান কার্যক্রমের আওতায় নীলফামারীর ডোমারে গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩২টি ক্যাম্পে গণটিকা কর্মসূচি পরিচালিত হয়েছে।

শনিবার (২৬শে ফেব্রুয়ারী) সকাল থেকে দিনব্যাপী ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্র, ১০টি ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স, উপজেলা শিল্পকলা একাডেমি কেন্দ্রে করোনা সংক্রমণ প্রতিরোধে ১ম, ২য় ও বুস্টার ডোজের টিকা ব্যাপকহারে প্রদান করা হয়েছে। ‘একদিনে এক কোটি’ টিকা প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে পালনের নিমিত্তে উপজেলার প্রতিটি ক্যাম্পে পরিদর্শনে যান—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, উৎসবমুখর পরিবেশে একদিনে এক কোটি টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে উপজেলার প্রায় ৭০ ভাগ মানুষ টিকার আওতায় এসেছে।

বিশাল এই কর্মযজ্ঞ সফল করার জন্য সাধারণ ডোমারবাসী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল স্তরের স্বাস্থ্যকর্মীবৃন্দ সহ সকল স্বেচ্ছাসেবকদের জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news