সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের প্রায় ২ কিলোমিটার অংশে স্বাধীনতার অর্ধশত বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। এতে প্রতিদিন চাকুরীজীবি, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগীসহ এখানকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করনে চরম দুর্ভোগ পোহাচ্ছে। উল্লেখ্য মাটির এই রাস্তাটির সংস্কার বা উন্নয়নে বছরের পর বছর স্থানীয় গ্রামবাসী আশার বানী শুনে আসছে।

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে ২ নং ওয়ার্ডের জয়াখালীর বর্তমান চেয়ারম্যান সাহেবের বড় ভাই আবুল হোসেনের বাড়ি হতে হায়দারের ব্রিজ রাস্তাটির অবস্থান। এই জয়াখালী গ্রামের পাশেই সাহেবখালী,পাশ মামুন্দী পাড়াসহ পাশ্ববর্তী বৈশখালী গ্রাম। এই কয়েকটি গ্রামের মানুষের চলাচলের সড়ক এটি। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ সড়কটিতে স্বাধীনতার পর গত অর্ধশত বছরেও উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। এলাকায় ৬ হাজারেরও বেশী লোকের বসবাস। গ্রামে রয়েছে সরকারী-বেসরকারী চাকুরীজীবি, ব্যবসায়ী, কৃষকসহ অনেক শিক্ষার্থী।

সড়কটি বর্ষায় ব্যবহারের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিন অবনর্ণীয় দুর্ভোগ পোহাতে হতো এলাকার মানুষজনদের। এসময় রিক্সা, সিএনজি অটোরিক্সা, ইজিবাইকসহ মোটরসাইকেল, সাইকেল ছোট ছোট যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। এসময়ে পায়ে হেঁটেই যাতায়াত করতে হয় গ্রামবাসীর।

কৈখালী গ্রামের জয়াখালী সাপখালী মুন্ডাপাড়া,তরফদার পাড়া,গাজীপাড়ার স্থানীয়রা সাতঘরিয়া প্রতিনিধিকে জানান, উল্লেখিত গ্রামগুলোর অধিকাংশ বাসিন্দাই কৃষি কাজ করেই জীবিকা নির্ভর করেন। কাছাকাছি দূরত্বে থাকা দেশের অন্যতম বৃহৎ পাইকারী তরকারী বাজার ভেটখালী কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করছেন প্রতিদিন। স্থানীয় বসবাসকারী কৃষক দিনমজুর জানান, সড়কটিতে যান চলাচলের অসুবিধার কারণে আমাদের উৎপাদিত পন্য বাজারে নিয়ে যেতে শ্রমিকদের উপর নির্ভর করতে হয়। এর জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। বর্ষার পুরো সময়ই সড়কটি ব্যবহারের অনুপযোগী থাকায় রোগী,বয়স্ক লোকজন কিংবা অসুস্থ গর্ভবতী মহিলাদেরও অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হয়।

কথা হয় এলাকার মামুন, ইমরান, লিটন, মাসুম, হারুন, আল-আমীন, সুমন, ফজের মোটরসাইকেল ও ভ্যান চালকদের সাথে। তারা জানান, ব্যবহারের অনুপযোগী হওয়ায় মহাসড়কের পাশে নিরাপদস্থানে গাড়ি রেখে পায়ে হেটে বাড়িতে আসা-যাওয়া করতে হয় আমাদের। 

গ্রামের মামুন নামের এক কিশোরের সাথে কথা বলে জানা গেছে, এই সড়ক পথেই রয়েছে জয়াখালী রাশিদিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, মোহাজেরিন প্রাথমিক বিদ্যালয় কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব কৈখালী কমিউনিটি ক্লিনিক বিজিবি ক্যাম্প, ফরেস্ট অফিস ভেটখালী বাজার।

কিন্তু দু’কিলোমিটার দীর্ঘ সড়কটির সংস্কার না হওয়ায় কার্যত সবকিছুতেই স্থবিরতা দেখা দিয়েছে। কথা হয় জয়াখালী রাশিদিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা একজন শিক্ষকের সাথে। তিনি বলেন, বর্ষাকালে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় অতিরিক্ত কাদার কারণে। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে শুনে আসছি সড়কটির সংস্কার হবে কিন্তু ওই শোনা পর্যন্তই, সংস্কার আর হয়না। ফলে বছরের পর বছর ধরে এই সড়ক পথ ব্যবহার করা হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

স্থানীয়রা জানান বিভিন্ন সময়ে বিভিন্ন নেতা জনপ্রতিনিধিরা বহুবার এই সড়কটি সংস্কারের ওয়াদা দিলেও সেটা বাস্তবায়িত হয়নি। বর্তমান এমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উল্লেখিত এলাকাবাসীর দাবী যাহাতে যত দ্রুত সম্ভব মানুষের জনদুর্ভোগ নিরসনে ৫ নং কৈখালী ২ নং ওয়ার্ডের এই অবহেলিত রাস্তাটির সংস্কার করা হয়।

">

উন্নয়নের ছোঁয়া লাগেনি কৈখালী ২ নং ওয়ার্ডের রাস্তায়

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২ জানুয়ারী, ২০২২, ৩ years আগে

উন্নয়নের ছোঁয়া লাগেনি কৈখালী ২ নং ওয়ার্ডের রাস্তায়

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের প্রায় ২ কিলোমিটার অংশে স্বাধীনতার অর্ধশত বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। এতে প্রতিদিন চাকুরীজীবি, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগীসহ এখানকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করনে চরম দুর্ভোগ পোহাচ্ছে। উল্লেখ্য মাটির এই রাস্তাটির সংস্কার বা উন্নয়নে বছরের পর বছর স্থানীয় গ্রামবাসী আশার বানী শুনে আসছে।

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে ২ নং ওয়ার্ডের জয়াখালীর বর্তমান চেয়ারম্যান সাহেবের বড় ভাই আবুল হোসেনের বাড়ি হতে হায়দারের ব্রিজ রাস্তাটির অবস্থান। এই জয়াখালী গ্রামের পাশেই সাহেবখালী,পাশ মামুন্দী পাড়াসহ পাশ্ববর্তী বৈশখালী গ্রাম। এই কয়েকটি গ্রামের মানুষের চলাচলের সড়ক এটি। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ সড়কটিতে স্বাধীনতার পর গত অর্ধশত বছরেও উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। এলাকায় ৬ হাজারেরও বেশী লোকের বসবাস। গ্রামে রয়েছে সরকারী-বেসরকারী চাকুরীজীবি, ব্যবসায়ী, কৃষকসহ অনেক শিক্ষার্থী।

সড়কটি বর্ষায় ব্যবহারের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিন অবনর্ণীয় দুর্ভোগ পোহাতে হতো এলাকার মানুষজনদের। এসময় রিক্সা, সিএনজি অটোরিক্সা, ইজিবাইকসহ মোটরসাইকেল, সাইকেল ছোট ছোট যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। এসময়ে পায়ে হেঁটেই যাতায়াত করতে হয় গ্রামবাসীর।

কৈখালী গ্রামের জয়াখালী সাপখালী মুন্ডাপাড়া,তরফদার পাড়া,গাজীপাড়ার স্থানীয়রা সাতঘরিয়া প্রতিনিধিকে জানান, উল্লেখিত গ্রামগুলোর অধিকাংশ বাসিন্দাই কৃষি কাজ করেই জীবিকা নির্ভর করেন। কাছাকাছি দূরত্বে থাকা দেশের অন্যতম বৃহৎ পাইকারী তরকারী বাজার ভেটখালী কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করছেন প্রতিদিন। স্থানীয় বসবাসকারী কৃষক দিনমজুর জানান, সড়কটিতে যান চলাচলের অসুবিধার কারণে আমাদের উৎপাদিত পন্য বাজারে নিয়ে যেতে শ্রমিকদের উপর নির্ভর করতে হয়। এর জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। বর্ষার পুরো সময়ই সড়কটি ব্যবহারের অনুপযোগী থাকায় রোগী,বয়স্ক লোকজন কিংবা অসুস্থ গর্ভবতী মহিলাদেরও অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হয়।

কথা হয় এলাকার মামুন, ইমরান, লিটন, মাসুম, হারুন, আল-আমীন, সুমন, ফজের মোটরসাইকেল ও ভ্যান চালকদের সাথে। তারা জানান, ব্যবহারের অনুপযোগী হওয়ায় মহাসড়কের পাশে নিরাপদস্থানে গাড়ি রেখে পায়ে হেটে বাড়িতে আসা-যাওয়া করতে হয় আমাদের।

গ্রামের মামুন নামের এক কিশোরের সাথে কথা বলে জানা গেছে, এই সড়ক পথেই রয়েছে জয়াখালী রাশিদিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, মোহাজেরিন প্রাথমিক বিদ্যালয় কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব কৈখালী কমিউনিটি ক্লিনিক বিজিবি ক্যাম্প, ফরেস্ট অফিস ভেটখালী বাজার।

কিন্তু দু’কিলোমিটার দীর্ঘ সড়কটির সংস্কার না হওয়ায় কার্যত সবকিছুতেই স্থবিরতা দেখা দিয়েছে। কথা হয় জয়াখালী রাশিদিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা একজন শিক্ষকের সাথে। তিনি বলেন, বর্ষাকালে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় অতিরিক্ত কাদার কারণে। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে শুনে আসছি সড়কটির সংস্কার হবে কিন্তু ওই শোনা পর্যন্তই, সংস্কার আর হয়না। ফলে বছরের পর বছর ধরে এই সড়ক পথ ব্যবহার করা হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

স্থানীয়রা জানান বিভিন্ন সময়ে বিভিন্ন নেতা জনপ্রতিনিধিরা বহুবার এই সড়কটি সংস্কারের ওয়াদা দিলেও সেটা বাস্তবায়িত হয়নি। বর্তমান এমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উল্লেখিত এলাকাবাসীর দাবী যাহাতে যত দ্রুত সম্ভব মানুষের জনদুর্ভোগ নিরসনে ৫ নং কৈখালী ২ নং ওয়ার্ডের এই অবহেলিত রাস্তাটির সংস্কার করা হয়।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news