নীলফামারীর ডোমারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৯ বোতল ফেন্সিডিল সহ মনজুরুল ইসলাম (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৮শে অক্টোবর) দুপুরে ২৯ বোতল ফেন্সিডিল সহ আটক মনজুরুলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার জোড়পাখুরী এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল।
আটককৃত মনজুরুল ইসলাম (৩৮) ডোমার উপজেলার ছোটরাউতা জোড়পাখুরী এলাকার মৃত মাহমুদ আলীর পুত্র। গতকাল সন্ধ্যায় জেলা ডিএনসি’র উপ-পরিদর্শক এনামুল হক বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৯ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তারকৃত মাদক কারবারি মনজুরুল ইসলামকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পত্রিকা একাত্তর / রিশাদ
আপনার মতামত লিখুন :