ক্যাটরিনা কাইফ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র অভিনেত্রী ও সাবেক মডেল তারকা যিনি হিন্দি ভাষার চলচ্চিত্র শিল্প হিসেবে খ্যাত বলিউডে অভিনয় করছেন।
গত বছরের শেষটা বিয়ের সানাইয়ের সুরে কাটিয়ে দিয়েছিল বলিউড। ৯ ডিসেম্বর বিয়ে করেছিলেন টিনসেল টাউনের দুই মেগা তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বিয়ে করেন তাঁরা।
বিয়েতে ছিল ভীষণ রকম গোপনীয়তা। কিন্তু তাতে কী, গোটা দেশ শুনেছে বিয়ের আয়োজন, চোখ রেখেছে ভি-ক্যাটের বিয়ের দিকে। বর-বউ বেশে দেখেছে ভি-ক্যাটকে।
গোপনে বিয়ে করলেও, প্রতিনিয়ত তাঁদের ফ্যানরা নজর রাখছে ভি-ক্যাটের উপর। এই মুহূর্তে অনুরাগীদের অনুমান, ক্যাটরিনা হয়তো অন্তঃসত্ত্বা।
ক্যাটরিনার সাম্প্রতিক এয়ার পোর্ট লুক এমনটাই মনে করিয়েছে অনুরাগীদের…পা থেকে মাথা পর্যন্ত তারকাদের জরিপ করেন তাঁদের অনুরাগীরা। তেমনই জরিপ করলেন ক্যাটরিনার অনুরাগীরাও।
এয়ার পোর্টে দেখা মেলে ভিকি-পত্নীর। ঢিলেঢালা সালোয়ার পরে এয়ার পোর্টে দেখা যায় তাঁকে। গোলাপি সেই সালোয়ারটির খুবই লুজ় ফিট। বলার অপেক্ষা রাখে না, ক্যাটরিনা আরাম পেতেই এই ধরনের পোশাক পরেছিলেন।
চির ‘ফ্যাশনিস্তা’ ক্যাটরিনা কেন এমনটা চাইবেন? কেন বেছে নেবেন ঢিলেঢালা পোশাক? তা হলে কি তিনি অন্তঃসত্ত্বা? প্রশ্ন জেগেছে অনুরাগীদের মনে।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা