নীলফামারীর ডোমারে স্বাস্থ্য বিভাগের সিএইচসিপি পদধারীদের সমন্বয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ই মার্চ) সকাল ১১টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জওহর অনন্যা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান, পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী, টিএলসিএ মো. নুর আলম হক প্রমূখ।
ডোমার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মো. রায়হান বারী বলেন, ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগের সাফল্যকে অক্ষুণ্ণ রাখতে সিএইচসিপিগণকে আরও তৎপর হতে হবে। কাজের গুণগত মান রক্ষায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। সাধারণ মানুষের নিকট চিকিৎসা সেবার মান আরও বাড়াতে সকলকে নিষ্ঠার সহিত কাজ করে যেতে হবে।
সভায় ৩০-৬০ বছরের মহিলাদের জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার পরীক্ষা করার জন্য অনুষ্ঠিত ভায়া ক্যাম্পে বেশি সংখ্যক নারীকে কার্যক্রমের আওতায় আনার জন্য শ্রেষ্ঠ সিএইচসিপি হিসেবে ভোগডাবুরী ইউনিয়নের মুক্তির হাট কমিউনিটি ক্লিনিকের সিনিনা আক্তারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
পত্রিকা একাত্তর/রিশাদ