নির্বাচন বিলম্বিত করতে চাইছে সরকার: ডা. জাহিদ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৯ মে, ২০২৫, ১ day আগে

নির্বাচন বিলম্বিত করতে চাইছে সরকার: ডা. জাহিদ

"জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত নির্বাচন রোডম্যাপ ঘোষণা করতে হবে: বিএনপি নেতা জাহিদ হোসেন"

ঢাকা, ৯ মে: বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “সরকার বিভিন্ন অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে চাইছে, তবে জনগণ দ্রুত নির্বাচন চায় এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। তাই অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক।”

তিনি শুক্রবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা, আত্মমর্যাদা, দেশে বিদেশের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন’ শীর্ষক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “প্রায় ১০ মিলিয়ন বা ১ কোটি প্রবাসী বিদেশে থাকেন, যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। বিগত ১৭ বছর ধরে এদেশের জনগণও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।” তিনি আশা করেন, “ডক্টর ইউনুসের নেতৃত্বে সংস্কার হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”

তিনি আরও বলেন, “বিগত সরকারের আমলে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন, কিন্তু আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি।” তিনি শহীদ প্রেসিডেন্ট **জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে বলেন, “রেমিটেন্স যোদ্ধাদের জন্য প্রথম উদ্যোগ নিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান।”

তিনি আরও বলেন, “আজকের আওয়ামী লীগ জনগণের কাছে দায়বদ্ধ নয়, তাদের কাজের অপকর্মের ফল পাচ্ছে। আওয়ামী লীগ অবশ্যই তাদের প্রায়শ্চিত্ত করতে হবে।”

এম এ মালিক, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য, সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, “বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, যাদের রেমিট্যান্সে দেশ চলে, তাদের সম্পদ রক্ষা এবং তাদের ভোটাধিকার দ্রুত নিশ্চিত করুন।”

এছাড়া, প্রবাসী পরিবার ২৪ এর সমন্বয়ক জাহাঙ্গীর আলম মিন্টুর সভাপতিত্বে এই সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ এবং সৌদি আরবে কারানির্যাতিত প্রবাসী প্রতিনিধিরা।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news