সবার আগে জান্নাতে প্রবেশ করবেন কোন নারী? হাদিসের আলোকে ব্যাখ্যা

ধর্ম ডেস্ক

ধর্ম ডেস্ক

৫ ডিসেম্বর, ২০২৫, ২ সপ্তাহ আগে

সবার আগে জান্নাতে প্রবেশ করবেন কোন নারী? হাদিসের আলোকে ব্যাখ্যা

জান্নাত মুমিনের চিরস্থায়ী আবাসস্থল, যেখানে মানুষের প্রকৃত ঠিকানা নির্ধারিত হয়েছে। দুনিয়ায় আল্লাহ তায়ালার নির্দেশিত পথ অনুসরণকারী ব্যক্তিরাই সেখানে প্রবেশের যোগ্যতা অর্জন করবে। কোরআন ও হাদিসে জান্নাতে প্রবেশের নিয়ম, মর্যাদা ও বিভিন্ন শ্রেণির মানুষের অবস্থান নিয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে।

হাদিস অনুযায়ী, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)। হজরত আনাস ইবনু মালিক (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) বলেছেন—কিয়ামতের দিন তিনি জান্নাতের দরজায় গিয়ে অনুমতি চাইবেন। তখন জান্নাতের খাজাঞ্চি জিজ্ঞেস করবেন, “আপনি কে?” নবীজি বলবেন, “মুহাম্মাদ।” তখন খাজাঞ্চি জানাবেন যে, তাঁর জন্যই প্রথম দরজা খোলার আদেশ দেওয়া হয়েছে। (সহিহ মুসলিম) আরেক হাদিসে হজরত ওমর (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) বলেছেন—তিনি প্রবেশ করার আগ পর্যন্ত জান্নাত সব নবীর জন্য হারাম, এবং তাঁর উম্মত প্রবেশ না করা পর্যন্ত পূর্ববর্তী উম্মতদের জন্য জান্নাত হারাম থাকবে। (আল-মু’জামুল আওসাত)

পুরুষদের মতো নারীদের ক্ষেত্রেও কারা সবার আগে জান্নাতে প্রবেশ করবেন—এ বিষয়ে সহিহ সূত্রে নির্দিষ্টভাবে কোনো তথ্য নেই। তবে জান্নাতের শ্রেষ্ঠ নারীদের পরিচয় নিয়ে নির্ভরযোগ্য হাদিস পাওয়া যায়। এক বর্ণনায় আব্বাস (রা.) বলেন—রাসুল (সা.) চারটি রেখা টেনে জানান, জান্নাতবাসী নারীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.), ফাতিমা বিনতে মুহাম্মদ (রা.), মারিয়াম বিনতে ইমরান এবং ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মাজাহিম। (মুসতাদরাক হাকিম)

অন্য হাদিসেও এসেছে, জান্নাতের নারীদের নেতা হবেন মারিয়াম, ফাতিমা, খাদিজা ও আসিয়া। (তাবরানি) এসব বর্ণনা থেকে বোঝা যায়—এই চার মহীয়সী নারী জান্নাতে সর্বোচ্চ মর্যাদার অধিকারিণী।

মুস্তাদরাক হাকিমসহ কিছু বর্ণনায় উল্লেখ রয়েছে, নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন ফাতিমা বিনতে মুহাম্মাদ (রা.)। অন্য কিছু রেওয়ায়েতে দেখা যায়, যেসব নারীরা বিধবা অবস্থায় সন্তানদের জন্য দ্বিতীয় বিয়ে করেননি, তাঁদের মধ্যে কেউ প্রথম প্রবেশ করবেন। এ বিষয়ে একটি বর্ণনায় নবীজি (সা.) বলেছেন—জান্নাতের দরজা তাঁর জন্য খোলা হবে, তবে একজন নারী দ্রুততার সঙ্গে তাঁর সঙ্গে প্রবেশ করতে চাইবেন। তিনি জিজ্ঞেস করলে ওই নারী বলবেন, “আমি সেই মহিলা, যে সন্তানদের খাতিরে দ্বিতীয় বিয়ে করিনি।” (মুসনাদ আবূ ইয়ালা)

সব বর্ণনার আলোকে আলেমরা বলেন, সুনির্দিষ্টভাবে কোন নারী সবার আগে জান্নাতে প্রবেশ করবেন—এ বিষয়ে একমত সিদ্ধান্ত নেই। তবে নবীজির কন্যা ফাতিমা (রা.), খাদিজা (রা.), মারিয়াম (আ.) ও আসিয়া (আ.) জান্নাতের শ্রেষ্ঠ নারীদের মধ্যে থাকবেন—এ বিষয়ে একাধিক হাদিসে স্পষ্ট প্রমাণ রয়েছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news