জয়ের জন্মদিনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন- পরীমণি


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ০১/১০/২০২২, ৯:৫২ পূর্বাহ্ণ / ১৫৯
জয়ের জন্মদিনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন- পরীমণি

২০০৮ সালের ১৮ এপ্রিল ভালোবেসে অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। তাদের কোলজুড়ে আসেন আব্রাম খান।জয়ের জন্মের পর তাদের আর একসঙ্গে খুব একটা দেখা যায়নি।

গত ২৭ সেপ্টেম্বর জয়ের জন্মদিন ছিল। সেই জন্মদিনের দীর্ঘদিন পর একসাথে শাকিব ও অপুকে দেখা যায়। এ ঘটনায় বেশ উচ্ছ্বসিত শাকিব-অপু ভক্তরা।

উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ফেসবুকে পোস্ট করেছেন। জয়ের জন্মদিনের দুটি ছবি পোস্ট করেন।

এতে শাকিব খান-অপু বিশ্বাসকে দেখা গেছে। ছবির ক্যাপশনে পরীমনি লিখেন, সুন্দর। জয়কে শুভেচ্ছা জানিয়ে লিখেন, হ্যাপি বার্থডে বাবাটা। হ্যাশট্যাগে লিখেন- আব্রাম খান জয়।

শাকিব খানের বাসায় ঘরোয়া এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আব্রাম খান জয়ের জন্মদিনের কেক কাটা হয়। এ সময় শাকিব-অপু ছাড়াও জয়ের দাদ-দাদী, ফুপু-ফুপা, ফুপাতো ভাই-বোনেরা উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর / মাসুূদ পারভেজ